Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
72স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশে আইএস’র অস্তিত্ব না থাকার বিষয়ে একমত পোষণ করেছেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।
বুধবার সচিবালায়ে উভয়ের মধ্যে সাক্ষাৎ শেষে দুপুর আড়াইটায় সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কামাল বলেন, রাষ্ট্রদূত আমার সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনিও ইতালির নাগরিক হত্যার ঘটনাকে অনাকাক্সিক্ষত বলে মত দিয়েছেন। আরও অনেক বিষয়ে কথা হয়েছে আমাদের, তিনি সব বিষয়ে একমত পোষণ করেছেন।
মন্ত্রী বলেন, প্রত্যক্ষদর্শী আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন। ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০) হত্যা মামলার অগ্রগতি বিষয়ে শিগগিরই আমরা ভালো সংবাদ দিতে পারব বলে আশা করছি।
ইতালির নাগরিক হত্যার ঘটনায় বিএনপি’র এক নেতাকে ধরে ইন্টারোগেশন করা উচিত- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জেনে, শুনে, বুঝেই বলেছেন। তিনি ঠিকই বলেছেন। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই।
কামাল বলেন, কূটনৈতিক পাড়ায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করে রেড অ্যালার্ট দেয়ার ঘটনা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক।
প্রসঙ্গত, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।