Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
27সিলেটে বহুল আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। মামলার বিচার কার্যক্রম শুরু হলেও ঘটনার মূল আসামি কামরুলকে এখনও দেশে আনা সম্ভব হয়নি। সিলেট মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে এই হত্যা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলা শুরুর প্রথম দিনে বাদী বহিষ্কৃত এসআই আমিনুল ইসলাম ও শিশু রাজনের বাবা শেখ আজিজুর রহমানের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এ মামলার অভিযুক্তরা হলেন- সিলেট সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তার সহোদর মুহিত আলম ওরফে মুহিত আলম, আলী হায়দার ওরফে আলী ও শামীম আলম, দিরাইয়ের বাসিন্দা পাভেল ইসলাম, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া, দুলাল আহমদ, আয়াজ আলী, তাজ উদ্দিন বাদল, ফিরোজ মিয়া, আছমত আলী ওরফে আছমত উল্ল্যাহ ও রুহুল আমিন ওরফে রুহেল। তাদের মধ্যে সৌদি-আরবে আটক রয়েছেন কামরুল ইসলাম, শামীম আলম ও পাভেল ইসলামকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর মূল আসামি কামরুল সৌদি আবরে পালিয়ে যান।