খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
ইতালিয়ান নাগরিক চেসারে তাভেল্লা হত্যার ঘটনায় বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা শিথিল করছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। গতকাল বৃহস্পতিবার দূতাবাসের এক ‘নিরাপত্তা বার্তায়’এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় বলা হয়, ‘নাগরিকদের নিজ নিজ জায়গায় থাকতে মঙ্গলবার সকাল পর্যন্ত বলবৎ থাকা আদেশ আপাতত শিথিল করেছে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস।’
ওই বার্তায় শহরে চলাচলের সময় দূতাবাসের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের দূতাবাস নাগরিকদের প্রতি একটি নিরাপত্তা বার্তা দিয়েছিল। ওই বার্তায় নিজের নিরাপত্তা ও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে নিজ দেশি নাগরিক হত্যার ঘটনায় জারি করা রেড সিকিউরিটি অ্যালার্ট প্রত্যাহার করেছে ইতালি।