খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
সরকার ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুছের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা যুব শ্রমিক লীগের নেতা-কর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের সাতমাথায় কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া যুব শ্রমিক লীগের আহ্বায়ক নূর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফিকার আলী শান্তসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।