Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
64অবৈধ অস্ত্র বহনের অভিযোগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের তারকা এবং বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসির ভাই ম্যাতিয়াস মেসিকে আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। খবর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম কাদেনা থ্রী নিউজ। খবরে বলা হয়, স্থানীয় একজন পুলিশ রোসারিও সিটিতে ট্রাফিক জ্যামে আটকে থাকা ম্যাতিয়াসের গাড়ির কাগজ-পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে পুলিশ গাড়ি তল্লাশি করতে চাইলে মেসির ভাই বাধা দেন। অবশেষে পুলিশ বাধা উপেক্ষা করে গাড়ি তল্লাশি করে ও পয়েন্ট ২২-ক্যালিবার পিস্তল খুঁজে পায়, যা ম্যাতিয়াসের লাইসেন্সকৃত ছিল না। পরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। অবশ্য ৪ ঘণ্টা থাকার পর ছেড়ে দেয়া হয় আর্জেন্টাইন অধিনায়কের ভাইকে। প্রসঙ্গত, ২০০৮ সালের অক্টোবরে আরও একবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন ম্যাতিয়াস। সেবার তার কোমরে একটি হ্যান্ডগান পাওয়া গিয়েছিল।