খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বরিশাল
নগরীর বান্দরোড এলাকার এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ইমন সরদার (১৮) ও তার সহযোগী রুবেলকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। অপর সহযোগী আসিফকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এস.আই দেলোয়ার হোসেন জানান, গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই কিশোরীকে বান্দরোড এলাকা থেকে ইমন ও তার দুই সহযোগী রুবেল ও আসিফ কৌশলে র্কীর্তনখোলা নদীর অপরপ্রান্তের একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে ইমন তার দুই বন্ধুর সহযোগীতায় কিশোরীকে ধর্ষণ করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় ৩ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষক ইমন ভাটারখাল এলাকার আজাহার সরদারের পুত্র।