Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বরিশাল
fireজেলার সদর উপজেলায় চরমোনাই ইউনিয়নের বিশ্বাসেরহাটে সোমবার সকালে অগ্নিকাণ্ডে তিন সহদরের তিনটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, সকাল ১০টার দিকে বড়ভাই মালেক হাওলাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী মিন্টু ও নান্টু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দু’ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিন ভাইয়ের তিনটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাস্থলের চারপাশ নদী বেষ্টিত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যেতে পারেননি।