খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বরিশাল
নগরীর প্রবেশমুখে সিটি টোলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে সোমবার দুপুরে সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন মিনি পিকআপ চালক ও শ্রমিকেরা।
এসময় সিটি কর্পোরেশনের সামনের সড়কে এলোপাতাড়ি মিনি-পিকআপ রেখে সড়ক আটকে দেওয়া হয়। ফলে সদররোডের সাথে লঞ্চঘাট ও চকবাজারে যান-চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকে বসেন। পরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাড়তি টোল আদায় বন্ধ করার আশ্বাস দেয়ার পর বিক্ষোভ তুলে নেয়া হয়। চালকরা জানিয়েছেন, নগরীর রুপাতলীতে সিটি টোল গেটে আগে নির্ধারিত টোল ছিলো ৫০ টাকা। প্রতিদিন একটি গাড়ির ক্ষেত্রে এ টোল সিটির ভেতরে প্রবেশ বা বাহির হতে একবার রাখা হতো। অতিস¯প্রতি এ টোল বৃদ্ধি করে ৮০টাকা আদায় করা হয়। এছাড়াও সিটির বাহিরে ও ভেতরে প্রবেশ করাসহ যে কয়েক বার টোলগেটে পিকআপ যাবে সে কয়েকবারই টোল রাখা হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে চালকদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে।