Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বগুড়া
bograবগুড়ায় প্রতিপক্ষের ছুরিঘাতে মিলন হোসেন(৩৮)নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর এলাকার হাজরাদীঘি এলাকায় । নিহত মিলন হাজরাদীঘি তালুকদারপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে বলে জানা গেছে । নারী সংক্রান্ত ঘটনায় এই হত্যকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় রাজেনা বেগম (৪০)নামের এক মহিলাকে আটক করেছে।
জানা গেছে, গত রোববার রাতে হাজরাদীঘি বন্দর এলাকায় প্রতিপক্ষের হাতে মিলন ছুরিকাহত হয় । পনে স্থানীয় ভাবে তাকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পর্যন্ত হত্যাকা-ের প্রকৃত কারণ সমপর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এদিকে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায় , রোববার রাত ৮টার দিকে হাজরা দিঘি বাজারে আড্ডা দেবার সময় আতিক নামের এক যুবক মিলনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় । এদিকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত মিলনকে সহজতর রাস্তায় প্রথমেই বগুড়া শজিমেক হাসপাতালে না নিয়ে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল সে বিষয়টি এক রহস্যর সৃষ্টি করেছে। এদিকে ঘটনার পর পুলিশ আতিকের মা রাজেনা বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে ।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার বিষয়টি নিশ্চিত করে সংবাদ সংস্থা ্ফএনএসকে জানান ,হত্যাকান্ডের মোটিভ পরিষ্কার নয় । তবে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোনো নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। শেষ খবর পর্যন্ত কোনো মামলা হয়নি।