খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, ঈদগাঁও, কক্সবাজার
ঈদগাঁওর কুখ্যাত মদ বিক্রেতা শাহজাহান প্রকাশ শাইয়ার বাড়ি থেকে জনতা জব্দ করেছে বিপুল পরিমাণ চোলাই মদ। ৫ অক্টোবর সকালে এলাকাবাসীরা বাড়ি ঘেরাও করে ওই মদ জব্দ করে। অভিযানে এলাকাবাসীদের মধ্যে ছিল দফাদার নুর মোহাম্মদ, রাসেল, রুবেল,মনজুর দিদার প্রমুখ। সূত্র জানায়, রোববার আনুমানিক রাত ৩টার দিকে মদ বিক্রেতা শাহজাহান প্রকাশ শাইয়া ঈদগড় বৈদ্যপাড়া থেকে বিপুল পরিমাণ চোলাইমদ এনে তার বাড়ীতে মজুদ করে। এলাকাবাসী তার টের পেয়ে ভোরে তার ঘরটি ঘেরাও করে ১০০লিটার চোলাইমদ উদ্ধার তদন্ত কেন্দ্র পুলিশে হস্তান্তর করে। শাহজাহান দরগাহপাড়ার আবুল কাশেম প্রকাশ কাশেম আলী ফকিরের পুত্র। এলাকাবাসীর অভিযোগ, শাইয়ার তত্বাবধানে তার দ্বিতীয় স্ত্রী দিলোয়ারা বেগম এবং তৃতীয় স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন পেশাগত ভাবে মদ বেচাকেনা করে আসছে। তার বাড়ীতে মদ বিক্রির পাশাপাশি বিভিন্ন স্থানে মদ পাচার ও করা হয়। তবে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালিয়ে যেতে সক্ষম হয়। তদন্ত কেন্দ্র পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় ইতঃপূর্বে শাইয়া ও তার এক স্ত্রী কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে জেল খাটে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে তদন্ত কেন্দ্র আইসি মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়ার দাবী। ভূক্তভোগীরা তার বাড়ীতে অবৈধ মাদকের আড্ডা ও বেচা-কেনা বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন।