Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
38ভূ-পৃষ্ঠ থেকে প্রায় হাজার ফুট উঁচুতে অবস্থিত সেতুটি পুরোটাই ঝুলন্ত। তাও আবার সেটি কাঁচের তৈরি। কোনোভাবে ভেঙ্গে পড়লে শতভাগ নিশ্চিত মৃত্যু। চীনের হেনান প্রদেশের ওই সেতুটি সাধারণ কাঁচের চেয়ে ২৫ গুণ মজবুত একং ২৪ মিলিমিটারের তিনটি কাঁচের স্তর দিয়ে নির্মিত। নির্মাণ প্রকৌশলীরা আশ্বস্ত করেছিলেন এই সেতুটি পদভারে ভেঙ্গে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু প্রকৌশলীর সেই আশ্বস্তবানী যেন মিথ্যাই প্রমাণিত হতে যাচ্ছে। মঙ্গলবার ব্রিজটিতে ফাঁটল পাওয়া গেছে বলে বেশ কয়েকজন পর্যটক অভিযোগ করেছেন। ব্রিজে বেড়াতে যাওয়া এক নারী পর্যটক বলেন, ‘ব্রিজটি প্রায় পার হয়ে গিয়েছিলাম আমি। হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে পায়ের নিচে কম্পনও অনুভব করি। ভয় পেয়ে তো অনেকেই চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করেছিল।’ চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লি দং হাই নামে এক ব্যক্তি লিখেছেন- ‘মানুষের চিৎকার শুনে আমি নিচে তাকিয়ে দেখি ব্রিজটিতে সত্যিই ফাটল ধরেছে।’ তবে ব্রিজের রক্ষাণবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফাটলে ব্রিজটির নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। মাইক্রোব্লগিং সাইটে দেয়া এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন বলেছে, ‘রুটিন চেকের সময় ব্রিজের বের হওয়ার পথে সামান্য ফাটল পেয়েছেন নিরাপত্তাকর্মীরা। তিনটি কাঁচের স্তরের একটি ফাটল ধরেছে।