Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল হেরে গেছে।
ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর চিলির কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিল।
আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যকার খেলাটি হয় বুয়েনস এইরেসে। ইকুয়েডরের পক্ষে এরাজো ও সাইসেদো গোল করেন।
অন্যদিকে ব্রাজিল ও চিলির মধ্যকার খেলাটি হয় সান্তিয়াগোতে। চিলির পক্ষে গোল করেন ভারগাস ও সানচেজ।