খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প আজ (রবিবার ১১ অক্টোবর) থেকে মিরপুরে শুরু হচ্ছে। আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সফরে দক্ষিণ আফ্রিকায় ৩টি ওয়ানডে ও ১টি ৩দিনের ম্যাচ খেলবে শুভাগত-সৌম্যরা। পরে জিম্বাবুয়ে গিয়ে তাদের ‘এ’ দলের বিপক্ষে আরও ৩টি ওয়ানডে ও ২টি ৪দিনের ম্যাচ খেলবে টাইগাররা। ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা পৌঁছে তিনদিন অনুশীলনের পর ১৯ অক্টোবর আইরেনে ভিলেজার্স ক্লাবের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে শুভাগত-সৌম্যরা। এরপর ২১ থেকে ২৩ অক্টোবর একটি তিনদিনের ম্যাচ খেলার পর ২৭ ও ২৯ তারিখে শেষ দুটি একদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’র প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্লাব, শেষ ম্যাচের প্রতিপক্ষ গুটেং স্ট্রাইকার্স। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল। বুলাওয়েতে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ খেলে ১৯ নভেম্বর দেশে ফিরবে দলটি। বাংলাদেশ ‘এ’ দল: শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।