খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় গ্যাস পাইপের বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রেহানা আক্তার (৪০), তাঁর মেয়ে আফসানা আক্তার (১৯), ছেলে রেজওয়ান আহমেদ (১৮), তানভীর আহমেদ (১৪) ও গৃহকর্মী সখিনা বেগম (৪৫)। তাঁদের সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ রেজওয়ান আহমেদ বলেন, তাঁরা ঘুমিয়ে ছিলেন। সকালে গৃহকর্মী সখিনা বেগম নাশতার আয়োজন করছিলেন। চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, রেহানা আক্তার ও সখিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তবে কত শতাংশ পুড়ে গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।