Mon. Sep 15th, 2025
Advertisements

kishorgonjখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, হাওর অঞ্চল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পাবলিক লাইব্রেরি হল মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সুবচন সাংস্কৃতিক পরিষদের আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গন মাধ্যম কর্মী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সমাজে যুবকরা মাদকে আক্রান্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এদেরকে এসব বিপদগামী পথ থেকে তুলে এনে সুষ্ঠ পরিবেশে তুলে আনছে না। এছাড়া আকাশ সাংস্কতিই ও লোকজ সাংস্কতিই জাতীয় সাংস্কতিই এক সঙ্গে চলতে পারে না। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক বিমল সরকার, সাংবাদিক রফিকুল ইসলাম, এডঃ আনোয়ারুল হক একদিল, এডঃ হাদিউল ইসলাম বাদল, এডঃ কাজি মঞ্জুরুল হক রোকন, অধ্যাপক একে মঞ্জুরুল হক, উপাধ্যক্ষ ফজলে এলাহি গোলাম কাদের, এডঃ শৈলেশ্বর দাস ও মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন। পরে রাত ৭টা হতে কলিকাতা নজরুল একাডেমির বিভিন্ন শিল্পিগন লোকজ সঙ্গিত, দেশাতœবোধক গান পরিবেশনে হাজার হাজার সঙ্গিত প্রেমীক গান উপভোগ করেন।