খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, সাঁথিয়া, পাবনা : “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ,সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারন করে গতকাল রবিবার পাবনার সাঁথিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা টেনিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান। আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন বেবী, অধ্যাপক আব্দুদ দাইন, অধ্যাপক আশরাফুল আলম মজনু, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।