খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের আলোকে গোপালগঞ্জে কন্যা শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস – ২০১৫ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা মহিলা অধিদপ্তর।
জেলা প্রশাসক মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতি:জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাহার হোসেন,সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম,র্যাব-৮ কর্মকর্তা ডিএডি মো: শহিদুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিউদ্দিন আহমদ প্রমুখ।