Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

gopalganjখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : রবিবার সকালে শারদীয় দূর্গোৎসব নির্বিঘে উদযাপন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো:খলিলুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা:প্রহলাদ চন্দ্র বিশ্বাস,শংকর মিত্র,শ্যামল বোস,মাইকেল হিরোহিতো বিশ্বাস প্রমুখ। সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান বলেন,“ জেলায় দূর্গা পুজা পালন উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে”।
গোপালগঞ্জ সদর উপজেলা,মুকসুদপুর,কাশিয়ানী,কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ায় চলতি বছর রেকর্ড সংখ্যক ১১৩৩ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। এ সংখ্যা গত বছরের চেয়ে ৫৬টি বেশী বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা:প্রহলাদ চন্দ্র বিশ্বাস। ১৯ অক্টোবর পূজা শুরু হয়ে ২৩ অক্টোবর দশমীতে বিসর্জন হবে ।