খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, গোদাগাড়ী, রাজশাহী : ‘‘ কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও শহীদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীপশিকার অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইচ চেয়ারম্যান কামারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, নারী নেত্রী নাদিরা বেগম, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার বিশিষ্টজন।