খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, আগৈলঝাড়া, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরনের জন্য তাদের সাথে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল রোববার দুপুরে উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাই মাধ্যমিক বিদ্যালযের হল রুমে রতœপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন, ওসি মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক সুনিল কুমার বাড়ৈ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিন্দ্র নাথ হালদার, যুবলীগনেতা ফরহাদ তালুকদার, শিক্ষার্থী তাকিবুর ইসলাম, ঋতু আক্তার, শারমিন আক্তার প্রমূখ।