খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, রায়গঞ্জ, সিরাজগঞ্জ : ”কন্যা শিশুর নিরাপদ পরিবেশÑসমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের রয়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় র্যালীটির উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও নির্বাহী অফিসার ইকবাল আখতার । র্যালীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খন্দকার,যুগ্ন সম্পাদক ফেরদৌস আলম তালেব,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি,এম কামরুজ্জামান লাবু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, উপজেলা মহিলা আয়ামিলীগের সভাপতি লিনা হক লুৎফা, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা সদর বালিকা বদ্যালয়ের নবম শ্রেনীর ছাএী বিথী আক্তার আশা,ধানগরা উচ্চ বদ্যালয়ের নবম শ্রেনীর ছাএ ইমরান নাজির প্রমুখ। উপজেলা মহিলা অধিদপ্তর এর আয়োজনে এবং উপজেলা প্রসাশনের সহযোগিতায় এই কর্মসুচী পালিত হয়।