খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : ইউরো কাপ বাছাইপর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে জার্মানি। থমাস মুলার আর ম্যাক্স ক্রুসের গোলে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘ডি’ গ্রুপে থাকা জার্মানরা এ জয়ের কারণে ১০ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড।
জার্মানির হয়ে এ ম্যাচে মাঠে নামেন ম্যানুয়েল ন্যুয়ের, জিনটার, বোয়েতাং, হ্যামেলস, হেক্টর, গুনডোগান, ম্যাক্স ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, আন্দ্রে শ্যুরল, মার্কো রিউস, ম্যাক্স ক্রুস এবং করিম বেল্লারাবি।
পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে থমাস মুলারের গোলে ম্যাচের ৫০ মিনিটে লিড নেয় জার্মানি। তবে, সমতায় ফিরতে ২৫ গজ দূর থেকে জর্জিয়ার হয়ে গোল করেন কানকাভা।
জার্মানি দ্বিতীয়বার লিড নেয় ৭৯ মিনিটের মাথায়। এসময় ম্যাক্স ক্রুসের গোলে জার্মানি ফের এগিয়ে যায়। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ ২-১ গোলের ব্যবধানেই শেষ হয়।