Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: নীলফামারীর সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় বাস 8টার্মিনালে চালু হয়েছে তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ। গত বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে টার্মিনালে ওয়াই-ফাই যন্ত্রপাতি স্থাপন করা হয়। এর ফলে টার্মিনালের ৩০০ বর্গমিটার এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এতে করে বাসের ই-টিকিটিং সেবাও মিলবে। বিনা মূল্যে পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীরা ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। ওয়াই-ফাই উদ্বোধন করেন সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুছা, নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আখতার হোসেন, পরিবহন মালিক শাহনেওয়াজ, মঞ্জুর হোসেন, মোছাদ্দেক হোসেন, আরমান হামিদ, শ্রমিকনেতা আলতাফ হোসেন, মমতাজ আলীসহ অনেকে।