Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: কিছুদিন আগেই নিজেদের প্রধান কোম্পানির নাম 9জানিয়ে দুনিয়াজোড়া টেকনোলোজি প্রেমীদের চমক দিয়েছিল গুগল। অ্যালফাবেট নামের প্রধান প্রতিষ্ঠানের জন্য নতুন এক ওয়েবসাইট বানিয়েও সমান চমক বজায় রাখল গুগল। অ্যালফাবেট নামের সঙ্গে সংযুক্ত রেখে নতুন একটি ডোমেইন নিয়েছে গুগল। ডোমেইন নাম িি.িধনপফবভমযরলশষসহড়ঢ়য়ৎংঃাঁীিুু.পড়স । গুগল সূত্রে জানা জানা যায়, প্রথমে গুগল চেয়েছিল ডোমেইন নাম হোক অষঢ়যধনবঃ.পড়স । তবে যেহেতু এই ডোমেইন নেম বিএমডাবলুর দখলে তাই নতুন নাম ভাবা শুরু হয়। সেখানেই উঠে আসে ধ-ু পর্যন্ত অক্ষরের ডোমেইন নাম। তবে সার্চ দিয়ে বর্তমানে এই ডোমেইন নাম খোলা যাচ্ছে না।