খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, সিরাজগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী। সোমবার সকাল সোয়া ৮টার দিকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন এর নেতৃত্বে মিছিলটি শহরের এসবি ফজলুল হক রোডের কাচাবাজারের সামনে থেকে শুরু হয়ে স্থানীয় মফিজ তালুকদারের মিলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. ওয়াউল্লাহ, জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল কাদের, শহর শিবিরের সেক্রেটারী হাসিবুল হাসান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল থেকে মুজাহিদ সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি করা হয়।