খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, চন্দনাইশ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল ১২ অক্টোবর সোমবার চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ট্রাস্ট আইন বাতিল ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী রাজস্বকরণসহ ৩ দফা দাবিতে চন্দনাইশ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি হেলথ কেয়ার এর কর্মরত কর্মচারীদের শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এ সময় এসোসিয়েশন এর সভাপতি মিতুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক রিকু বড়-য়া, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন বক্তব্য রাখেন। বক্তরা অবিলম্বে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী স্থায়ী করণের জোর দাবী জানান। উল্লেখ চন্দনাইশ উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা এ অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।