খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ী গ্রামে বাশেঁর সাঁকো পেরোনোর সময় খালে পড়ে গিয়ে নিহত ব্যাক্তির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলো সোমবার। মারা যাওয়ার দুই দিন পরে লাশটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতাল মর্গে। মৃত ব্যাক্তির নাম আবুল বাশার (৪৫)। সে উপজেলার কেকানিয়া গ্রামের বাসিন্দা হলেও ঘরবাড়িয়ে হারিয়ে নি:স্ব অবস্থায় শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা শ্বশুর বাড়ীতে বাস করতো। গত শনিবার রাতে গোপীনাথপুর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাড়ী ফেরার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে সে মারা যায় বলে তার স্ত্রী তাসলীমা বেগম (৩২) জানিয়েছেন। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: ইদ্রিস আলী জানিয়েছেন রবিবার বিকালে মৃত আবুল বাশারের লাশ উদ্ধার করা হয়েছে বাঁশের সাঁকোর পার্শ্ববর্তী একটি পাট জাগ দেয়া ধাপের নিচ থেকে । এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।