খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, কাহালু, বগুড়া : কাহালু উপজেলায় ৪টি মিল ও ইন্ডাষ্ট্রিজ‘এ ১৭ জন বিদেশী নাগরিক কর্মরত আছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিক ১৪ জন এবং চায়না ৩ জন। এ নাগরিকরা যে মিল ও ইন্ডাষ্ট্রিজ‘এ কর্মরত আছেন সেগুলোর নাম আল নুর এগ্রো ইন্ডাষ্ট্রিজ, হাসান পেপার মিল, কিবরিয়া পেপার মিল এবং এবি সিরামিকস ইন্ডাষ্ট্রিজ। এ নাগরিকদের ৮ জন মেশিন চেকিং করেন এবং ৯ জন মেশিন স্থাপন ও পুরাতন মেশিন চেকিং করেন। ওসি সমিত কুমার কুন্ডু জানান, সম্প্রতি দেশে দু‘জন বিদেশী নাগরিক খুন হওয়ার কারনে নিরাপত্তা জোরদার করতে ওই ১৭ জন নাগরিক ও প্রতিষ্ঠান মালিকদের সাথে মত বিনিময় করা হয়েছে। তিনি বলেন বিদেশী নাগরিকরা প্রতিষ্ঠানের বাইরে গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশকে অবহিত করবে।