খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, খাগড়াছড়ি : শারদীয় দূর্গা পুজা উৎসব আনন্দঘন সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে গতকাল সোমবার সকালে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে খাগড়াছড়িতে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো: মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম,সদর উপজেলা অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়য়া, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা,পরিবহন নেতা এস এম শফি পুজা উদযাপন পরিষদের সম্পাদক তরুন কুমার ভট্টাচায্যসহ প্রত্যেক পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ,মসজিদের ইমাম ও প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়েছে, এবার খাগড়াছড়িতে ৪টি ঘট পুজাসহ মোট ৪৭টি পুজা মন্ডপে শারদীয় দূগাপূজা হবে।
পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, জেলার ২৪টি পূজা মন্ডবকে অধিক গুরুত্বপূর্ণ,১৫টিকে গুরুত্বপূর্ণ ও ৮টি সাধারন হিসেব করে পুজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। মোতায়েন থাকবে ১০টি মোবাইল ও ২৪টি স্টাইকিং ফোর্সসহ ১৩শ ৪৬ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য।