Tue. Jul 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

gopalganjখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, কোটালীপাড়া, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন (২২-ঘ) বাতিলের দাবীতে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার উপজেলার ৩৯ জন সিএইচসিপি ৩৩টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালিন সময়ে বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পবিত্র বিশ্বাস, সিএইচসিপি বিনয় জয়ধর,দেবদুলাল কর্মকার, নাজমুল হুদা,তানিয়া মমতাজ,নিপা গোলদার,শিরিন বেগম বক্তব্য রাখেন।বক্তারা অবিলম্বে সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণ ও ও ট্রাষ্ট আইন (২২-ঘ) বাতিলের দাবী জানান।