খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ঘোড়াঘাট, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবারে মোট ৩৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে। ঘোড়াঘাট পূজা উৎযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক বকুল চন্দ্র পূজা মন্ডপের খবরটি নিশ্চিত করেছেন। ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় কারীগড়েরা দিনেরাতে দূর্গা প্রতিমার কাজ চালিয়ে যাচ্ছেন। আর মাত্র দুই চার দিনের মধ্যেই দূর্গ প্রতিমার কাজ শেষ হবে। আগামী ১৯ অক্টোবর সোমবার দিবাগত ভোরে ষষ্টির মধ্য দিয়ে দূর্গাপূজা শুরু হবে। উল্লেখ্য হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব।