খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী,মো.আব্দুল মান্নান,আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.শরীফুল আলম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোফাজ্জল হোসাইন,পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আজিজুল হক প্রমুখ। উদ্ধোধনী দিনে কিশোরগঞ্জ সদর বনাম নিকলী একাদশ,পাকুন্দিয়া বনাম কটিয়াদী,ভৈরব বনাম বাজিতপুর, করিমগঞ্জ বনাম কুলিয়ারচর মধ্যকারের খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত খেলা চলবে বলে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়।