খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, পাইকগাছা, খুলনা : খুলনার পাইকগাছায় গাড়ী ভাঙচুরের মামলায় জেলা বিএনপি নেতা ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু জেলহাজতে। সে পুলিশের দায়ের করা ৪০/১৪ মামলায় সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করলে জামিন আবেদন না মঞ্জুর করে আদালতের বিচারক গাজী জামশেদুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় চেয়ারম্যান ডাবলু ২নং এজাহার নামীয় আসামী। ওসি আশরাফ হোসেন জানান, জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান ডাবলু দীর্ঘদিন পলাতক ছিল। ইতিমধ্যে এ মামলার ১নং আসামী উপজেলা জামায়াতের আমীর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন ও ৩নং আসামী সোলাদানা ইউপি চেয়ারম্যান বিএনপির প্রভাব শালীনেতা এস,এম, এনামুল হক উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।