Sun. Jul 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pirojpurখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ভান্ডারিয়া, পিরোজপুর : বরিশাল র‌্যাব-৮ এর স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নিজাম উদ্দিন হাওলাদার ও ডিএডি মো. কামরুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডারিয়া বাজারের বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ৪ লক্ষ ৭২ হাজার ২শ মিটার অবধৈ কারেন্ট জাল জব্দ করে। পরে ভ্রাম্যমান আদলত বসিয়ে এসব দোকানীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এরা হচ্ছেন মো. ইমরুল পাশা ১০হাজার, মো. আলী আজম ৫ হাজার, সাইদুর রহমান ১০ হাজার, মাহিম ১হাজার ৫শ, জাহাঙ্গীর ১ হাজার টাকা। এদের মধ্যে দু’জনকে পরিবেশ আইনের ৬ (ক)১ ধরায় এবং তিনজন কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০এর ৪(ক)ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল কুদ্দুস।