খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : আজ ১৪ অক্টোবর। বিশেষ কোনো দিন না হলেও ক্রিকেটের জন্য তেমন কিছুই বটে। আজ যে চারজন তারকা ক্রিকেটারের জন্মদিন। তার মধ্যে রয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান গৌতম গম্ভীর, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান ও পাকিস্তানের সাঈদ আজমল।
গৌতম গম্ভীর ১৯৮১ সালের এইদিনে জন্মগ্রহণ করেন। ম্যাক্সওয়েল জন্ম নেন ১৯৮৮ সালে। অন্যদিকে দিলশান ধরাধমে আসেন ১৯৭৬ সালে। এর এক বছর পরেই জন্ম নেন আজমল। গম্ভীর, ম্যাক্সওয়েল ও দিলশান মারকুটে ব্যাটসম্যান। তাদের সামনে বোলারদেরকে ভেবে চিন্তে বল করতে হয়। তবে এই তিন তারকা ব্যাটসম্যানদের ভীরে জন্ম নিয়েছেন এক সময়কার বিশ্বসেরা বোলার সাঈদ আজমলও।
চার তারকার জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।