খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, রাণীনগর, নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর-মরুপাড়া সড়কের বেবিস্টান্ডের পাশে মোফাজ্জল হোসেন(৪০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে নিযে গেছে দুর্বৃত্তরা । গত রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত মোফাজ্জলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভেবড়া গ্রামের জনৈক মোহাম্মদ আলীর ছেলে। তার অবস্থা আশংকা জনক বলে তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন।
আহত মোফাজ্জল হোসেনের ছোট ভাই রুবেল হোসেন জানান আবাদপুকুর বাজারে মুদি দোকানের বেচাকেনা শেষে দোকান বন্ধ করে ওইদিন রাত ৯টার দিকে মোফাজ্জল ব্যাগে করে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা নিয়ে বাসায় ফিরছিলেন মোফাজ্জল। ঘটনাস্থলে পৌছলে আগে থেকে ওত পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার নিকট থেকে টাকা লুট করে নিয়ে যায়। তিনি বলেন বর্তমানে আমার ভাইযের জ্ঞান এখনো ফিরেনি। এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খানঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি দাযের করা হয়েছে।