খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, দেবীগঞ্জ, পঞ্চগড় : বিশ্বজুড়ে পালিত হচ্ছে দুর্যোগ প্রশমন দিবস। “ জ্ঞানই জীবন, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মঙ্গলবার সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলা চত্বর থেকে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনে বক্তব্য দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহদোয়গণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার ও লুৎফুন্ন নাহার লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লা-আল মামুন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডা. রঞ্জিত কুমার বর্মন,উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা সুব্রত রায়, ইএসডিও এনজিওর ওমর ফারুক সহ বিভিন্ন ছাত্র-ছাত্রী ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা এবং সাংবাদিকবৃন্দ।