Sun. Jul 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dinajpurখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, বিরল, দিনাজপুর : “জ্ঞানই জীবন” প্রতিপাদ্যে বিরলে আন্তর্জাতিক দুর্যোাগ প্রশমন দিবস-২০১৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা, অমল কুমার, খাদ্য অফিসার নিখিল বর্মন, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, মৎস্য অফিসার অসীম কুমার ঘোষ, একটি বাড়ী বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী নাহিদুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বিরল এডিপি’র প্রোগ্রাম অফিসারসহ অনেকে। বর্ণাঢ্য র‌্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নয়ামেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।