খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ্ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবছর ৮৮টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজার দিন ঘনিয়ে আসায় ইতিমধ্যে ৮৮টি মন্ডপের প্রতিমা পূজার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বোচাগঞ্জের যে ৮৮টি পুজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে ব্যয় বহুল ও বড় পরিসরে পূজা হবে ৫নং ছাতইল ইউনিয়নের দেউর শিববাড়ী মন্দির ও ২নং ইশানিয়া ইউনিয়নের ইশানিয়া দেবিতলা মন্দিরে। দেউর শিববাড়ী সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি সুশিল বাবু জানান, এই মন্দিরে এটা হচ্ছে তাদের ১৬তম পূজা। এবার পূজাকে স্মরনিয় করে রাখতে তারা প্রায় ৬ লক্ষাধিক টাকা খরচ করে ভক্তদের কাছে আকর্ষিত করতে ব্যাপক আয়োজন করেছেন। বিশাল আকৃতির প্রতিমা ও ককসেট দিয়ে ডেকোরেশনের মাধ্যমে রাং বেরংয়ের জিনিস তৈরী করেছেন যা ভক্তদের নিকট ভিষন ভাল লাগবে। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা জানান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খাদেমুন্নবী চৌধুরী বাদল তাদের এই পূজা মন্ডপটিকে আকর্ষিত করতে নিরলসভাবে কাজ করছেন। মূলত তিনার সহযোগিতা ও উৎসাহে তারা এতবড় কাজ হাতে নিয়েছেন।