Mon. Sep 15th, 2025
Advertisements

dinajpurখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, দিনাজপুর : দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ কর্তৃক পায়ুপথে টিউমার ক্যানসার আক্রান্ত মেধাবী ছাত্র ইফতেখার রসুল সাকিলকে এককালীন চিকিৎসার জন্য অনুদান দিয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ নিজস্ব অফিস কার্যালয়ে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে দিনাজপুর জিলা স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ ইফতেখার রসুল সাকিল দুরারোগ্য রোগে (পায়ুপথে টিউমারে ক্যানসার) আক্রান্ত হয়ে পায়ুপথ বন্ধ হয়ে যায়। তার এই আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য মেধাবী ছাত্রের পিতা মোঃ রশিদুল ইসলাম এর হাতে খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রণজিৎ বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু এককালীন অনুদানের একটি চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, দপ্তর সম্পাদক রামেশ্বর বসাক, নির্বাহী সদস্য দিলিপ কুন্ডু, সাধারন সদস্য উদ্দীপ ভৌমিক প্রমুখ।