খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস বর্তমানে জনবল সংকটে ভুগছে। অফিস সূত্রে জানা গেছে সদর উপজেলা কৃষি অফিসে মোট শুন্য পদ রয়েছে ৩৮টি। কৃষি সম্প্রসারন অফিসার ২টি, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার ১টি,অতিরিক্ত কৃষি অফিসার ১টি,উপ-সহকারী কৃষি অফিসার ৩৩টি এবং ড্রাইভার ১ টি পদ খালি থাকায় উপজেলার ২১ টি ইউনিয়ন এবং পৌরসভার উল্লেখযোগ্য পরিমান এলাকায় কৃষি সহায়তা দেয়া দুষ্কর হয়ে দাড়িয়েছে। উপজেলা কৃষি অফিসের নিজস্ব গাড়ী নেই। একটি প্রকল্পের গাড়ী প্রয়োজন মাফিক ব্যাবহার করতে হয় ।
তথ্য পাওয়ার পর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমানকে জিজ্ঞাসা করা হলে সত্যতা স্বীকার করে তিনি বলেন এসব শুন্য পদে জনবল নিয়োগ দেয়া হলে উপজেলার কৃষকদের অধিকতর সহায়তা প্রদান করা সম্ভব হবে।