খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : গেমারদের জন্য স্ট্রিক্স-জিটিএক্স-৯৮০-টিআই মডেলের নতুন গেমিং গ্রাফিকস কার্ড বাজারে এসেছে। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের এই গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্টজ ও মেমোরি ক্লক ৭২০০ মেগাহার্টজ। শূন্য ডেসিবেলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটি ফায়ার গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। ওপেনজিএল ৪.৫ সমর্থিত, ৬ জিবিজিডিডিআর৫ ভিডিও মেমোরিসম্পন্ন এই গ্রাফিক্স কার্ড ৪০৯৬ ী ২১৬০ রেজ্যুলেশন দিতে পারে। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বাজারে আনা গ্রাফিকস কার্ডটির দাম ৭৫ হাজার টাকা।