খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোপালগঞ্জ : দীর্ঘ ১১ বছর পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বর মাসে । সবকিছু ঠিক থাকলে ৯ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গোপালগঞ্জ পৌর কমিটির সাধারন সম্পাদক হাসানুল কবির সানু নিশ্চিত করেছে মঙ্গলবার। সর্বশেষ ২০০৪ সালে গোপালগঞ্জের তৎকলীন পৌরপার্কে অনুষ্ঠিত সম্মেলনে মো: আলী খান আবু মিয়াকে সভাপতি এবং চৌধুরী এমদাদুল হককে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। তারপর মো: আলী খান আবু মিয়ার জীবনাবসান হলে সহ সভাপতি রাজা মিয়া (বাটু মিয়া) ভারপ্রাপ্ত সভাপতি হন। পরবর্র্তীতে চৌধুরী এমদাদুল হক জেলা পরিষদ প্রশাসক হলে টেকনিক্যালী প্রটোকল প্রবলেম শুরু হয়। এবার সভাপতি ও সাধারন সম্পাদক পদে তাই বিন্যাস সাধন জরুরী বলে দলীয় নেতা কর্মীরা মনে করছেন। ৮ নভেম্বর তারিখে গোপালগঞ্জ পৌর এবং সদর উপজেলা কমিটি গঠিত হতে পারে। কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে একাধিক নেতা কর্মীর সাথে আলাপ করে জানা গেছে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করীম সেলিমের সম্মতিতে জেলা,থানা ও পৌর কমিটি গঠনের দিন ধার্য্য করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী লেয়াকত আলী লেকু মঙ্গলবার জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ সহ অন্যান্য কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন।