খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, গোদাগাড়ী, রাজশাহী : মঙ্গলবার দেশব্যাপি পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫, সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি যথাযথ ভাবে পালনের জন্য জনগণের মাঝে সচেতনেতা বাড়ানের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যলি, শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে দুর্যোগ বিষয় নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বৃহত্তর রাজশাহী বরেন্দ্রভূমির বর্তমানে স্থানীয় বাস্তবিক প্রাকৃতিক দুর্যোগ জলবায়ুর বিরুপ প্রভাবে সূর্যের প্রখর তাপ, মাটি থেকে পানির স্তর নিচে নেমে যাওয়া, বৃষ্টির অভাবে পুকুর ও মাঠঘাটের আবাদী ফসল শুকিয়ে গিয়ে মাটি প্রচন্ড রোদে ফেঁটে চৌচির ও গাছপালা মরে গিয়ে শুকিয়ে যাওয়ার ছবি এঁকে সময়োপযুগি দুর্যোগের চিত্র ফুটিয়ে তোলায় গোদাগাড়ী আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা আফরিন ( সাদিয়া) অর্জন করলেন প্রথম স্থান অধিকারি হওয়ার। ফারহানা আফরিন সাদিয়া গোদাগাড়ী পৌর শহরের কেল্লাবারুই পাড়া গ্রামের মো. ফরিদ হোসেনের মেয়ে। সেখানে উপস্থিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক মন্ডলি ও অতিথিয়রা সাদিয়ার আঁকা ছবি দেখে বলেন, প্রায় শতাধিক শিক্ষার্থীর অধিক প্রতিযোগীর মাঝে ছোট্ট শিশু মেয়েটি আমাদের বৃহত্তর রাজশাহী তথা বরেন্দ্রভূমির যে খরা প্রবণতার ছবি একজন চিত্র শিল্পী হিসেবে তাঁর কালি, কলম, মন ও আপন মাধুর্য মিশিয়ে যে ছবিটি এঁকেছে তা যতার্থই প্রশংসনিয় ও অনুকরনিয়। মেধাবী ছাত্রী সাদিয়া ছকি এঁকে প্রথম স্থান অর্জন করায় সেও নিজেও আনন্দিত ও গর্বিত। এ প্রসঙ্গে আ.ফ.জি পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তানজিলা খাতুন বলেন, ফারহানা আফরিন সাদিয়া লেখাপড়ায় খুব মনযোগী ও মেধাবী। গোদাগাড়ী ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করলো তাদের ছবি রাজশাহী বিভাগে স্থান হবে এবং সেখানে বাছাই হয়ে পুনরায় যাচাই বাছাই হয়ে পুরুস্কৃত হবেন বলে জানান।