Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

gazipurখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, কালীগঞ্জ, গাজীপুর : ‘জ্ঞানই জীবন’ প্রতিপাদ্যে সারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও গতকাল মঙ্গলবার পালিত হ”েছ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগ প্রশমন করা যায় তার উপর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহরা করে দেখান। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।