খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, ঈদগাঁও, কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে সওজের জায়গায় স্থাপিত বিলবোর্ডস্থল পরিদর্শনের এক মাস পরও উচ্ছেদে উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। সড়কের উপর স্থাপিত এ অবৈধ বিলবোর্ড উচ্ছেদ না করায় যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন মালিকরা। বিগত ১৭ সেপ্টেম্বর সওজের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করলেও উচ্ছেদে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় সওজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে লোকজন। অনেকে কালো টাকায় সওজ কর্তৃপক্ষ ম্যানেজ হতে পারে বলেও ধারণা করছে। উল্লেখ্য, বিগত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে সড়ক ও জনপদের জায়গা দখল করে সড়কের উপরই হঠাৎ বড় যানযোগে বিশাল নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশের সাহায্যে বেশকিছু শ্রমিক রাতারাতি সৌদিয়া কাউন্টারে সরাসরি পূর্ব পার্শ্বে রাতারাতি বিশালাকারের অবৈধ বিল বোর্ড স্থাপন করে। তবে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান এ বিলবোর্ডটি স্থাপন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিলবোর্ডের বিশাল অংশ মহাসড়কের উপরে চলে আসায় যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া বিলবোর্ডটি মহাসড়কের ১০ ফুট ও বৈদ্যুতিক খুঁটি থেকে ৫ ফুট দূরত্বে হওয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। এদিকে বিলবোর্ড সংলগ্ন এক দোকান মালিক লাখ টাকা হাতিরয়ে নিয়ে মাসিক ভাড়ার চুক্তিতে এ অবৈধ বিলবোর্ডটি স্থাপনে সহযোগিতা করে বলে জানা গেছে। এতে তারা স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রভাবশালীদেরও ম্যানেজ করেছে বলেও সূত্রে প্রকাশ। অবিলম্বে সওজের জায়গা থেকে উক্ত স্থাপনা উচ্ছেদ ও তাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।