Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kishorgonjখোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলায় পরিবেশ রক্ষায় বিনামুল্যে অনাবাদী রাস্তার পাশে তালের বীজ রোপন করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের বিশেষ কর্মসুচীর আওতায় সারাদেশের প্রতিটি উপজেলায় এ কার্য়ক্রম চালু করেছে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধন,পুষ্টির ঘাটতি পুরন,রাস্তাগুলো আবাদে বৃক্ষরোপনে প্রাকৃতিক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এ কর্মসুচীর অঅলোকে জেলা সদরের কৃষি বিভাগ উদ্যোগে বিভিন্ন ব্লকে ৬ হাজার ৫ শত তালের বীজ রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জেলা সদরের মারিয়া ইউনিয়নের খিলপাড়া ও কর্মুলী ব্লকে তালের চারা রোপন করা হয়। চারা রোপনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদি মো.মনিরুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ অফিসার মো.সাল্হা উদ্দিন কায়সার,উপসহকারী কৃষি অফিসার উনাইজা বেগম,অর্পণা রানী সাহা প্রমুখ। এর আকে মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর থেকে গাংগাইল বাজার পর্যন্ত রাস্তা,চন্ডিশাহ রোড,গোরস্তান রোড হতে চংশোলাকিয়া পর্যন্ত রোডের পার্শে ২৫ শতাধিক তালের চারা রোপন করা হয়। তালের চারা রোপন কর্মসুচী উদ্ধোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.সফিকুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (বীজ) মো.দুলাল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদি মো.মনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ অফিসার মো.সাল্হা উদ্দিন কায়সার,উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.হেলাল উদ্দিন,উপসহকারী কৃষি অফিসার মো.আজিজুল হক, মো.আলাউদ্দিন, উম্মে কুলসুম জেবুন্নেসা প্রমুখ। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদি মো.মনিরুল ইসলাম জানান,কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের বিশেষ কর্মসুচীর আওতায় সারাদেশের প্রতিটি উপজেলায় এ কার্য়ক্রম চালু রয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন ব্লকে বিলুপ্ত প্রায় তাল গাছ রোপনের কর্মসুচী নেওয়া হয়েছে। ইতোমধ্যে কৃষি বিভাগের মাধ্যমে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারদের তত্ত্বাবধানে বিভিন্ন ব্লকে ৬ হাজার ৫ শত তালের বীজ রোপন করা হয়েছে।