খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫, সেনবাগ, নোয়াখালী : “ইঁদুর দরুন“ ইদুর মারুন’ ইঁদুর মুক্ত খামার গড়-ন” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগে ইঁদুর নিধন অভিযোনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিকযোদ্ধা আবুল কালাম আজাদ ওই কর্মসীচীর উদ্বোধন করেন।
ইঁদুর নিধন অভিযান উপলক্ষে মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা চেয়ারম্যান ভবনে কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকতা কর্মকর্তা আবদুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্কার কানন। এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকার্তা দ্বীন মোহাম্মদ,উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আযম সুমন,সেনবাগ প্রেসব্লাবের সাধারণ সম্পাদক এমএ আউয়াল ও কৃষক মোঃ হাসান প্রমুখ।