Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : বন্দুক আইন নিয়ে বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে কথা 105বলেছেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেটিক দলের প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হওয়ার সময় হিলারি ক্লিনটন ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাওয়া বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে কথা বলেন। খবর বিবিসির। বিতর্কের এক পর্যায়ে ভারমন্টের সিনেটর বার্নি বন্দুক চালাতে পারদর্শি কিনা এমন প্রশ্ন উঠে আসলে হিলারি বলেন, ‘না, তিনি একেবারেই বন্দুক নিয়ন্ত্রণ করতে পারেন না।’ এদিকে হিলারিকে আক্রমণ করে বার্নি বলেন, সিরিয়ার নো-ফ্লাইজোনে সহযোগিতা করে মারাত্মক সমস্যা সৃষ্টি করছেন হিলারি। প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাতে আয়োজিত এ বিতর্কে ওয়াল স্ট্রিট সংস্কার, অস্ত্র নিরাপত্তা ও আমেরিকান পুঁজিবাদের সংজ্ঞাসহ অনেক বিষয়ই উঠে আসে। এতে হিলারি ও স্যান্ডার্স ছাড়াও অংশ নেন মেরিল্যান্ড গভর্নর মার্টিন ও’মেলে, রোড আইল্যান্ডের সাবেক গভর্নর লিঙ্কন চাফি এবং ভার্জিনিয়ার সিনেটর জিম ওয়েব।