খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : প্রয়াত চিত্রপরিচালক চাষী নজরুল ইসলামের অসমাপ্ত চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’ মুক্তি পাচ্ছে আগামী ৬ নভেম্বর। গত ঈদে ছবিটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে। সেই সঙ্গে আগামীকাল ছবির একটি প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ইমন ও আলিশা প্রধানকে। ছবিতে আরও অভিনয় করেছেন দিতি, অরুণা বিশ্বাস প্রমুখ। ইমন বলেন, ‘চাষী নজরুল ইসলাম অনেক বড় মাপের নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারাটাও সৌভাগ্যের। এতে অভিনয় করে তার কাছে অনেক কিছু শিখেছি।’ আলিশা বলেন, “গুণী চলচ্চিত্র নির্মাতার হাত ধরে অভিনয়ে এসেছি। শুরু আশাব্যঞ্জক হলেও চাষী নজরুল ইসলাম আকালপ্রয়াণে শেষটা প্রত্যাশা মাফিক হল না। তারপরও আমি ‘অন্তরঙ্গ’ ছবি নিয়ে আশাবাদি। এটি দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।